এখন দুঃসময়
লিখেছেন লিখেছেন মামুন ২৪ নভেম্বর, ২০১৪, ০১:০৪:৩৩ দুপুর
[আমার লিখালিখির জীবনে এই প্রথম কোনো পুরস্কার পেলাম। গল্প কবিতা ডট কম এর প্রত্যয় সংখ্যায় আমার লিখা নীচের কবিতাটি ২য় স্থান দখল করেছে। ব্লগে শেয়ার করছি.... ]
এখন দুঃসময়
.
একদিন এক কবি বলল
প্রতিটি মুক্ত শব্দই এক একটি কবিতা!
একজন বন্দী কবি কি
মুক্ত শব্দের স্রষ্টা হতে পারে?
.
মুক্ত স্বদেশে
এখন দুঃসময়!
এক একটি অক্ষর বলপয়েন্টের
প্রসবপথ থেকে বের হতেও ভয় পায়।
রুদ্ধ অনুভুতি হৃদয়ের ছায়ায়
দুঃস্বপ্নে আতকে ওঠে।
.
কবিতা এখন আর সৃষ্টিসুখের উল্লাসে
কাঁপায় না-
নিজেই খুঁজে ফেরে
শৃংখলিত এক একটি ব্ল্যাকহোল।
.
এর ভিতর থেকেই
জন্ম নেয় একজন বিপ্লবী,
সত্য শিব আর সুন্দরকে বুকে নিয়ে
প্যান্ডোরার বাক্সের আশা
আমৃত্যু ছড়িয়ে বেড়াবে যে।
অপেক্ষায় থাকো সবাই।।
বিষয়: সাহিত্য
১১৪২ বার পঠিত, ৩৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে অভিনন্দন!
খুব ভালো লাগলো আপনার 'অভিনন্দন বর্ষণ'।
ভালো থাকবেন।
জাজাকাল্লাহু খাইর।
অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা মামুন ভাই আপনাকে!
মনে হচ্ছে পুরস্কার আমিই পেয়েছি!
এইখানে লিখার প্রথম উৎসাহ পাই আমি বাকপ্রবাস ভাইয়ের কাছ থেকে লিঙ্কটি পেয়ে। এরপর সেখানে আইডি বানাই, কবিতা পোষ্ট করি এবং আমার জন্য ভোট চাই। এই ক্ষেত্রে আপনি অনেক ভূমিকা রেখেছেন। আপনি সর্বপ্রথম ভোটটি দিয়েছেন। এরপর থেকে সময়ে অসময়ে জানতে চেয়েছেন, পরের পর্বগুলোতেও ভোট দিয়েছেন, মন্তব্য করেছেন। এগুলো আমার জন্য অনেক কিছু।
হৃদয়ের গভীর থেকে আপনাকে জানাচ্ছি ধন্যবাদ এবং আমার আন্তরিক কৃতজ্ঞতা।
জাজাকাল্লাহু খাইর।
গল্প-কবিতা ব্লগে লগইন করে বার বার এমন শুভ সংবাদের অপেক্ষায় প্রহর গুনতাম!
আমার কাছে আপনার মিষ্টি পাওনা রইল! কখনো সুযোগ হলে এই পাওনা পরিশোধ করবো!মনে করিয়ে দিবেন আমি ভূলে গেলেও!
জীবনের প্রতিটা ক্ষেত্রে সাফল্য আপনার পদচুম্বন করুক-খোদার কাছে এই মিনতি জানাই!
আবারো অনিশেষ অভিনন্দন!
অবস্হা পরিদৃষ্টে দেশে আসার সম্ভাবনা সন্নিকটেই! অনেককে জানিয়েই আসবো ইনশা আল্লাহ!
এখানের বন্ধুরাও আপনাকে অভিনন্দন জানিয়েছে!
অভিনন্দন ভাইয়া আপনাকে।
গল্প কবিতা ডট কমের ঠিকানাটা আমাকে একটু দিবেন?
ঠিকানাটা নিচে দিলামঃ-
http://golpokobita.com/golpokobita
সুন্দর অনুভূতি রেখে সাথে থাকার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা রইলো...
জাজাকাল্লাহু খাইর।
সুন্দর অনুভূতি রেখে গেলেন, সাথে রইলেন, অনেক ধন্যবাদ বোন।
জাজাকাল্লাহু খাইর।
শুভকামনা রইলো।
শুভকামনা রইলো।
প্রোপিক পরিবর্তন করেছেন। আপনার চোখটি অসাধারণ ছিল। শুধু দেখতেই ইচ্ছে করত।
শুভকামনা রইলো।
সাথে রইলেন, অনুভূতি রেখে গেলেন, অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্যও।
জাজাকাল্লাহু খাইর।
জাজাকাল্লাহু খাইর।
শুভকামনা রইলো।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন